সারাদেশে চাঁদাবাজি-মাদক ব্যবসায় জড়িত ছাত্রলীগ-যুবলীগ: ডিআইজি

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘সারাদেশের চিত্র একই। চাঁদাবাজি, মাদক বিক্রির কাজে জড়িত ছাত্রলীগ, যুবলীগ।’ বুধবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স রয়েছে। তিনি বলার পর থেকেই অ্যাকশান শুরু হয়ে গেছে’। ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি নারী নির্যাতন মামলা হয়। তবে আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। এজন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন’। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, আওয়ামী লীগ নেত্রী নায়ার কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২০ thoughts on “সারাদেশে চাঁদাবাজি-মাদক ব্যবসায় জড়িত ছাত্রলীগ-যুবলীগ: ডিআইজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *