রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ, যানজটে ভোগান্তি

টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা ব্রিজে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। তবে এসময় তারা নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেননি।

এদিকে মহাখালীতে অবস্থান নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, বসুন্ধরা গেইটের সামনে নর্থসাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট এবং ধানমন্ডিতে ডেফোডিল, লেবারেল আর্টস ও উত্তরায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীদের এ বিক্ষোভ কর্মসূচির কারণে রামপুরার আফতাবনগর, রামপুরা ব্রিজ, মেরুল বাড্ডা ও প্রগতি সরণী এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এতে মালিবাগ থেকে রামপুরা ব্রিজ, সাতরাস্তা থেকে মগবাজার রেলগেইট, হাতিরঝিল এবং গুলশান লিংকরোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়ে গন্তব্যমুখি হাজার হাজার মানুষ। এসময় অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেলা সোয়া ১১টার দিকে রামপুর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম ওই সড়ক বন্ধ হয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয় তাদের।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকার তাদের ওপর অতিরিক্ত ভ্যাট চাপিয়ে দিয়েছে। এই অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

এর আগে বুধবার ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে আন্দোলনরত ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধকড় লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করেছে। দুপুর থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় রামপুরার আফতাবনগর, রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে রামপুরা-বাড্ডা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এসময় পুলিশের ছররা গুলিতে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির একজন অতিরিক্ত রেজিস্ট্রার ও ৩০ শিক্ষার্র্থী আহত হয়েছেন। আর শিক্ষার্থীদের ইটপাটকেলে বাড্ডা থানার ওসি এমএ জলিল, বাড্ডা ফাঁড়ি ইনচার্জসহ অন্তত ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাড্ডা পুলিশ ফাঁড়ি ভাংচুর করেছে। উদ্ভূত পরিস্থিতিতে একদিন বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ

১৮ thoughts on “রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ, যানজটে ভোগান্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *