প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করা হয়।
সংঘর্ষ চলাকালে ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ’র অফিসসহ একটি কোচিং সেন্টার ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
মহাজোট সরকারে শরীক জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ি কুষ্টিয়ায়।
?
জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল উপজেলার ইসলামপুর গ্রামে। সোমবার রাত ৮ দিকে জাসদ সমর্থিত নেতাকর্মীরা আচমকা হামলা চালায় বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুমেল মাষ্টারের কোচিং সেন্টারে।
এ সময় পাশ্ববর্তী আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃত অফিস ভাঙচুর করে তারা।
এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয় পাল্টা আক্রমণ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় নাহিদ (২৫), সজীব (২৮), রুমেল (৩৪) সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
যুবলীগ নেতা রুমেল মাষ্টার জানিয়েছেন, জাসদে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা-মামলার ভয় দেখিয়ে আসছিল। নেতাকর্মীরা তাদের কথা মত জাসদে যোগ না দেওয়ায় তারা পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
এদিকে আওয়ামী লীগের সব অভিযোগ অস্বীকার করে জাসদ নেতা হাসান সরোয়ার জানিয়েছেন, তারা নিজেদের মধ্যে কোন্দলের দায়ভার আমাদের উপর চাপাচ্ছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদ উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানায় আওয়ামী লীগ ও জাসদ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
MG Azam liked this on Facebook.
Bidrohi Nomu liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Noim Uddin liked this on Facebook.
Munna Khan liked this on Facebook.
Shahid Ullah liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Sazzad Reza liked this on Facebook.
Khandakar Mamun liked this on Facebook.
Md Roben Khan liked this on Facebook.
Homayun Dastagir liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Raju Libya liked this on Facebook.