ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়-স্বজনরাই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তাই হিন্দু সম্প্রদায়কে তাদের বিবেক, চিন্তা ও চেতনার পরিবর্তন করে আওয়ামী লীগ ছেড়ে আসতে হবে।’
সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেগম খালেদা জিয়া, ‘আমাদের হিন্দু-মুসলমানদের মধ্যে কিছু ঘাটতি আছে। হিন্দু পরিবারগুলোকে বুঝাতে হবে শুধু নৌকা ও আওয়ামী লীগ বললেই হবে না। তাদের বুঝতে হবে বিএনপি সকল ধর্মে বিশ্বাসী একটি দল। ২১ শতকে এসে পুরোনো চিন্তা করলে আপনারা ভুল করবেন। তাই আপনাদের বিবেক ও চেতনার পরিবর্তন করতে হবে। আর এ জন্যই আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি।’
তিনি বলেন, ‘একাত্তরের পর থেকেই আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও জমি দখল করছে। হিন্দুদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে। যার ফলে আজ কোনো ধর্মের মানুষেরাই আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। আর আওয়ামী লীগের ভয়ে আজ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বাংলাদেশ ছেড়ে ভারতে পালাচ্ছে।’
হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি এখানে কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান নয়। এই কারণে বিএনপি সংখ্যালঘু শব্দ ব্যবহার করে না। কারণ বিএনপি সবাইকে সমান চোখে দেখে।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বেগম জিয়া বলেন, ‘আওয়ামী লীগ সাপের চেয়েও কম নয়। কিন্তু তোমরা ওঁঝা হয়ে ঝাড়তে যাবে না। তোমাদের যাতে দংশন করতে না পারে সেই বিষয়ে সর্তক থাকতে হবে।’
সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে। আর এই আন্দোলনে অবশ্যই বিএনপির জয় হবে।’ এ সময় তিনি ক্ষমতাসীনদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে খালেদা জিয়া আরো বলেন, ‘আমাদের নিজেদের মধ্য ভুল-বুঝাবুঝি ও দূরত্ব কমাতে হবে এবং নিজেদের মধ্য আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি হিন্দু বলেই ভালো পদ-পদবী পাবো এই সংস্কৃতি থেকেও বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা সফল হবো।’
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তরুণ দে প্রমুখ।
ব্রহ্মচারীদের মধ্যে তরুণ শ্যাম দাস, শুভ নিতাই গৌর দাস, সিতাপতি ঘোসাই দাস ব্রহ্মচারীসহ ঢাকার বিভিন্ন মন্দিরের প্রভুরা উপস্থিত ছিলেন।
Sabbir Ahamed liked this on Facebook.
Yeasin Nazrul liked this on Facebook.
Shaied Ahmed Adnan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Yousuf Hasan liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Homayun Dastagir liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Obaidul Babul liked this on Facebook.
Mohammad Suhel Talukdar liked this on Facebook.