সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম রাখা নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. এমদাদুল হক ও মো. খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী সোমেন্দ্রনাথ গোস্বামী বলেন, ‘সংবিধানের চার মূলনীতির মধ্যে দেশের সব নাগরিকের সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু সংবিধানের ২(ক) অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম, যা চার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।’
অপরদিকে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ‘সংবিধানের ২(ক) অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম বলা হয়েছে, অষ্টম সংশোধনীর পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম প্রতিপালন করতে রাষ্ট্রকে সমান অধিকার প্রয়োগ করবে।’
সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করিবেন।’ ১৯৮৮ সালে এই অনুচ্ছেদটি সংবিধানে সংযুক্ত করা হয়। সে সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন।
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Sabbir Ahamed liked this on Facebook.