প্রথমবারের মতো সবার জন্য নববর্ষ ভাতা

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী পয়লা বৈশাখ থেকে মূল বেতনের ২০ শতাংশ ‘নববর্ষ ভাতা’ পাবেন।  সব ধর্মের সব বর্ণের মানুষ এটি পাবেন। জাতীয় বেতন ও চাকরি কমিশনের (পে-কমিশন) সুপারিশ পর্যালোচনা শেষে নতুন জাতীয় বেতন কাঠামো প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

অষ্টম বেতন কাঠামোয় গ্রেড থাকছে ২০টি। বেতন কাঠামোয় সর্বোচ্চ বেতন রাখা হয়েছে ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। এ ছাড়া এবারই প্রথমবারের মতো সব ধর্মের সব বর্ণের মানুষের জন্য বাংলা নববর্ষ ভাতা চালু করা হয়েছে। মূল বেতনের ২০ ভাগ অর্থ দেওয়া হবে এই ভাতা।

সচিব বলেন, ‘আগে সব সরকারি চাকরিজীবী এ ধরনের ভাতা পেতেন না। তাই এবার নববর্ষ ভাতা সবার জন্য চালু করা হচ্ছে।’

এর আগে বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা।

এর আগে গত আগস্টে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শুরুতে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের লক্ষ্যে সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো উঠবে। অর্থমন্ত্রী জানান, নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

৫ thoughts on “প্রথমবারের মতো সবার জন্য নববর্ষ ভাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *