ধর্মপ্রাণ বিবেচনায় সরকার প্রতি বছর বিভিন্ন পর্যায়ের কিছু মানুষকে হজের সুযোগ করে দেয়। এবারও সরকারি খরচে ২৬৩ জন হজ পালনের জন্য নির্বাচিত হয়েছেন। গত বছর সরকারি খরচে হজ পালনকারীদের সংখ্যা ছিল ১২৪ জন। গতবারের তুলনায় এবার ১৩৯ জন বেশি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা প্রকাশ করে। তবে, তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগই ময়মনসিংহের লোক, আওয়ামী লীগ নেতা, সমর্থক ও বঙ্গভবনের লোক। তালিকায় অন্তত দেড়শ’ ব্যক্তি আওয়ামী লীগ ও সরকার গঠনে একসঙ্গে থাকা অন্যান্য সমমনা দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের লোকজন।
তালিকায় বেশিরভাগ ব্যক্তির দলীয় পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া তালিকার ৪৭ জন ময়মনসিংহের লোক। ধর্ম বিষয়কমন্ত্রী মতিউর রহমানের নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৪। সরকারি খরচে তিনজন সংসদ সদস্যও হজ করবেন। ১৬ জন হচ্ছেন রাষ্ট্রপতির কার্যালয়ের (বঙ্গভবন) কর্মকর্তা-কর্মচারী। এছাড়া পাঁচজন ইমাম ও মুয়াজ্জিন সরকারি টাকায় হজ করবেন। এ বিষয়ে কথা বলতে গেলে বিকেল থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) নাসির উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা নির্ধারণের জন্য কোনো নীতিমালা নেই। মন্ত্রী ও সচিবের দফতর এ তালিকা তৈরি করে থাকে।’ সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজ (প্যাকেজ-২) এর মাধ্যমে হজ ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। সেই হিসাবে ২৬৩ জন ব্যক্তির হজ পালনে সরকারের খরচ হবে সাত কোটি ৭৯ লাখ দুই হাজার ১৭৮ টাকা।
সরকারি খরচে হজ পালনের তালিকায় রয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও বর্তমান সহ-সভাপতি মোস্তফা কামাল খান, ময়মনসিংহের শহর আওয়ামী লীগের সভাপতি এম আমিনুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা তুজ জোহরা, ময়মনসিংহের আইন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান আল হোসাইন তাজ, ময়মনসিংহের জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম খোকন। মাগুরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির অফিস তত্ত্বাবধায়ক এস এম জাহিদুল হক, কোটালীপাড়ার আওয়ামী লীগের সদস্য গাজী বুলবুল আলমও রয়েছেন এ তালিকায়। এ ছাড়া রয়েছেন গোপালগঞ্জ জেলা স্বে”ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বি এম আলম সিদ্দিকী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া ও তার স্ত্রী তহুমা মালেক। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর ভাণ্ডারীর ছেলে সৈয়দ আফতাবুল বশর, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মিলন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী ও হোসনে আরা লুৎফা ডালিয়া। ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্ম-সচিব) আফরোজা পারভীন, সাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এনামুল হক এনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস মোহাম্মদ আলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল সরকারি খরচে এবার হজে যাচ্ছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের ১৬ জন কর্মকর্তা-কর্মচারী এ তালিকায় রয়েছেন। এর মধ্যে প্রশাসনিক কর্মকর্তা আমির“ল ইসলাম সরকার, মজিবুর রহমান, আজিজুর রহমান, স্টুয়ার্ড আব্দুল গফুর ম-ল, চোপদার মো. মনির হোসেন, বাবুর্চি আলাউদ্দিন মিয়া, গেস্টেটনার অপারেটর আনোয়ার হোসেন, স্টোর কিপার সিরাজুল ইসলাম, দফতরি মো. হাবিবুর রহমান, সহকারী বাটলার শফিকুল ইসলাম, টেনিস মার্কার জামাল উদ্দিন, পেস্ট্রিম্যান আলমাস আলী, স্কোয়াস মার্কার মনির হোসেন, খালাসী মো. আলম শিকদার, ক্যাশ সরকার আবদুল মোমেন বাবলু, অফিস সহায়ক মো. জামাল উদ্দিন বিনা খরচে হজে যাবেন। তালিকার ব্যক্তিরা বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে ১২ সেপ্টেম্বর সৌদি আরব যাবেন ও হজ শেষে ৫ অক্টোবর দেশে ফিরে আসবেন।
Titu Bbl liked this on Facebook.
Sumon Salam liked this on Facebook.
Noim Uddin liked this on Facebook.
Md Abdullah All Fahad liked this on Facebook.
ওরা সবাই গরীব তাইনা
Gaffar Ali liked this on Facebook.
Md Saiful liked this on Facebook.
Talukdar Liton liked this on Facebook.
Naim Nayon liked this on Facebook.
Abu Yousuf Mohammad Rafi liked this on Facebook.
Mohammad Shahid liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Toriquzzaman Khan liked this on Facebook.
Shokat Ali liked this on Facebook.
Md Kamal liked this on Facebook.
Shfi Islam liked this on Facebook.
Mahmudur Rahman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Sadeq Hasan Mridha liked this on Facebook.
Syed Ahmed liked this on Facebook.
Hma Hasan Zawad liked this on Facebook.
Shihab Dipu liked this on Facebook.