সিনিয়র কংগ্রেস নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপিকা অমৃতা রাইকে বিয়ে করেছেন। গত মাসের শেষের দিকে তাদের এ বিয়ে অনুষ্ঠিত হয় বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। এ বিয়ের কথা নিশ্চিত করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টও করেছেন অমৃতা। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত দিগ্বিজয় সিংকে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার
স্থানীয় গণমাধ্যমে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে গত বছরের এপ্রিলেই অমৃতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন দিগ্বিজয় সিং। তখন এক টুইটার বার্তায় তিনি বলেছিলেন, ‘অমৃতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতে আমার কোনো সংকোচ নেই। সে ও তার স্বামী ইতোমধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি ডিভোর্স মামলা নিবন্ধন করেছে।’
তিনি আরো বলেছিলেন, ‘মামলাটি মীমাংসা হওয়ার পরই অামরা অামাদের সম্পর্কের আনুষ্ঠানিক রূপ দেব। তবে আমার ব্যক্তিগত জীবনে গণমাধ্যমের হস্তক্ষেপের নিন্দা জানাচ্ছি।’
খবর সত্যি হলে দিগ্বিজয় সি [৬৮ বছর] ও অমৃতা রাই [৪৪ বছর] উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে। দিগ্বিজয়ের স্ত্রী আশা দীর্ঘদিন অসুস্থতায় ভোগে ২০১৩ সালে মারা যান। তার আগের ঘরে চারটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে।
Moin Ahmed liked this on Facebook.