বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন দুই সুইস তারকা ও পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু রজার ফেদেরার ও স্তানিসলাস ভাভরিঙ্কা। জার্মানির ফিলিপ কোহলস্করেইবেরকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারান টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার। অার বেলজিয়ামের রুবেন বেমেলমান্সকে ৬-৩, ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই ভাভরিঙ্কা।
চলতি বছর ফরাসি ওপেন জয়ী ভাভরিঙ্কা কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আমেরিকার ডোনাল্ড ইয়ংয়ের মুখোমুখি হবেন। সুইস এ তারকা গত বছর অস্ট্রেলিয়ার ওপেনে তার প্রথম গ্রান্ড স্ল্যাম জিতেন। অার এবার ফরাসি ওপেন জিতেন। খবর বিবিসি ও রয়টার্সের
Sabbir Ahamed liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.