যশোর: জেলার বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
রবিবার সকাল ৯টায় তাদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
আটকেরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ইউসুফ আলীর ছেলে সেলিম, নূর মোহাম্মদের ছেলে হায়দার আলী শেখ, শরণখোলা উপজেলার ইউসুফ হাওলাদারের ছেলে কবীর হোসেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাহেব আলীর ছেলে জামাল হোসেন, নোয়াখালীর মাইজদীর আমীর হোসেনের ছেলে আব্দুর রহিম, বেগমগঞ্জ উপজেলার আবুল কালাম আজাদের ছেলে আলাউদ্দিন ও সাতক্ষীরার হাসিমপুর থানার হাজি ইলাহী বক্সের ছেলে রমজান আলী মন্ডল।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরে সবাইকে যশোর আদালতে পাঠানো হবে।
Muhin Ahmed Muhin liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.