“রানা প্লাজা”র নিষেধাজ্ঞা স্থগিত

ঢাকা: রানা প্লাজা ধস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ সম্প্রচারের ওপর হাইকোর্টের দেয়া ছয়মাসের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে চলচ্চিত্রটি প্রদর্শন করা যাবে।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ স্থগিতাদেশ তুলে নিয়ে আদেশ দেন।

সেন্সরবোর্ডে দীর্ঘদিন আটকে থাকার পর গত ১৬ জুলাই ‘রানা প্লাজা’র সনদপত্র দেয়া হয়। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার চলচ্চিত্রটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে গত ২০ আগস্ট ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি চলচ্চিত্রটির বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ২৪ আগস্ট ‘রানা প্লাজা’প্রদর্শন ও সম্প্রচারের ওপর ছয়মাসের নিষেধাজ্ঞা আরোপ করেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও ওই সময়ের জন্য স্থগিত করা হয়।

‘রানা প্লাজা’ চলচ্চিত্রের সেন্সর বোর্ডের দেওয়া সনদ কেন বাতিল করা হবে না’জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান ও চলচ্চিত্রটির প্রযোজককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

৪ thoughts on ““রানা প্লাজা”র নিষেধাজ্ঞা স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *