এবার সি-প্লেন তৈরি করল পটুয়াখালীর শাওন

সিকিউরিটি এলারাম তৈরী করে ব্যাপক আলোচনায় আসার পর এবার সি প্লেন তৈরির কাজে মনোনিবেশ করেছে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের নাসির খানের ছেলে মাহবুব রহমান শাওন (১৭)। দীর্ঘ ছয় মাস চেষ্টা চালিয়ে ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গাববাড়িয়া নদীতে এ যানটি পরীক্ষামূলকভাবে চালিয়েছে আকাশে উড়ার জন্য।
সি প্লেনটি চলার দৃশ্য দেখার জন্য নদীর দু’তীরে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমান।
শাওন জানান, এটি তৈরিতে একটি ওয়ালটন মোটর সাইকেলের ইঞ্জিন, কক্সসিটের তৈরি ৮/৮ ইঞ্চি ও ৫ ফুট দৈর্ঘ্যরে দুটি খুটি, চারটি বৈদ্যুতিক ফ্যানের পাখা, কাঠ, ব্যাটারি, কাপড়, পলিথিন, লাইলন সুতা, একটি প্লাস্টিকের চেয়ার ও কয়েকটি অ্যালোমিনিয়ামের পাইপ ব্যবহার করা হয়েছে। প্রায় ছয় মাস চেষ্টা ও ৬০ হাজার টাকা খরচ হয়েছে এটি তৈরি করতে।
সরকারি অথবা বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে এ যানটি আকাশে উড়াতে পারবে বলে শাওন জানান। বর্তমানে শাওন বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনিষ্টিটিউটে ইলেকট্রিকাল বিভাগের প্রথম বর্ষে লেখাপড়া করছে।

১২ thoughts on “এবার সি-প্লেন তৈরি করল পটুয়াখালীর শাওন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *