চাঞ্চল্যকর রাজন হত্যা: ফেরত আনা হচ্ছে সেই নরপিশাচ কামরুলকে

image
সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী দুই সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘কামরুলের প্রত্যাবর্তনে আর কোনো বাধা নেই। সৌদি রয়্যাল কোট এ ব্যাপারে অনুমতি দিয়েছে। যার অনুলিপি ইন্টারপোলকে দেওয়া হয়েছে। এখন ইন্টারপোল কামরুলের ট্রাভেল ডকুমেন্ট তৈরি করতেই যেটুকু দেরি। আশা করছি আগামী দুই এক সপ্তাহের মধ্যেই কামরুলকে দেশে ফিরিয়ে আনা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিভিন্ন দেশে অবৈধ অধিবাসন সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ অধিবাসন কোনো রাষ্ট্রের একক সমস্যা নয়। মধ্যপ্রাচের যুদ্ধ বিগ্রহ এবং আইএসএর হত্যাযজ্ঞের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নতুনভাবে এ সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা যা কয়েকদিন থেকে দেখছি, তা বিশ্ব নেতৃবৃন্দকে ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে জাতিসংঘে আলোচনা হবে। এখানে পৃথিবীর অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলো ও মুসলিম বিশ্বেরও আরও কিছু করার আছে, এ ঘটনাগুলো সেদিকেই অঙ্গুলি নির্দেশ করে।’

শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ এটার একটি ভুক্তভোগী রাষ্ট্র। পাশ্ববর্তী দেশগুলোর কারণে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। এ বিষয়ে বহুপক্ষিক বৈঠকে আলোচনা হবে।

#রাজিব

১০ thoughts on “চাঞ্চল্যকর রাজন হত্যা: ফেরত আনা হচ্ছে সেই নরপিশাচ কামরুলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *