যশোর সেনানিবাসের ব্যারাক থেকে হেলাল উদ্দিন (২৮) নামে এক সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তার লাশ সেনা বেরাক থেকে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
মৃত হেলাল উদ্দিন ৫৫ পদাতিক ডিভিশনের ৮ নম্বর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামের নুরুল হকের ছেলে।
এর আগে এ ঘটনায় সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন প্রশান্ত কুমার।
যশোর কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মঞ্জুর আলী খান লিখিত অভিযোগের উদ্ধৃতি দিয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হেলাল উদ্দিনকে ব্যারাকের রুমে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে ময়নাতদন্তের জন্য মৃত হেলাল উদ্দিনের লাশ যশোর ২৫০ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। সেখানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাজমুল আলমের উপস্থিতিতে সুরাতহাল প্রতিবেদন করা হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ভাস্কর সাহা জানান, রাতে হেলাল উদ্দিনের সহকর্মীরা গোঙ্গানির শব্দ শুনে তাকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ভাস্কর সাহা উল্লেখ করেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে সুরক্ষিত একটি এলাকায় এমন ঘটনা ঘটায় এ নিয়ে তদন্ত হবে। এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
এএসপি আরও বলেন, ময়নাতদন্ত শেষে সেনাবাহিনীর মাধামে লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
Abul Kashem liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.