সেই বখাটে রুহুল আটক

হবিগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে স্কুলছাত্রীকে চরথাপ্পর মারার দৃশ্য প্রথমে ফেসবুক ও পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা পর নির্যাতনকারী সেই বখাটে রুহুল আমিন রাহুলকে(১৫) আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

শক্রবার বেলা ১টায় সদর উপজেলার রীচি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন চৌধুরী রুহুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতিতা মেয়েটি হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অন্যদিকে, রাহুল হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) নবম শ্রেণির ছাত্র। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রুহুল ওই ছাত্রীকে চরথাপ্পর মারে রুহুল।

স্থানীয়রা জানায়, হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের মোবারক হোসেন নামে এক ব্যক্তির ভাগ্নে রুহুল আমিন রাহুল কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি (১৪) তা প্রত্যাখ্যান করে। এতে সাড়া না পেয়ে রাহুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে মেয়েটির এক নিকটাত্মীয় রাহুলকে চর-থাপ্পর মারেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে চর-থাপ্পর মারে রাহুল। এসময় রাহুল মেয়েটির যে স্বজন তাকে পিটিয়েছেন তার হাত-পা কেটে ছাত্রীটির কাছে পাঠানোর হুমকি দেয়। এদিকে, এ ঘটনার ভিডিও চিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

৮ thoughts on “সেই বখাটে রুহুল আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *