নোয়াখালী: সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন সোহেলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির চেষ্টা করেছেন আব্দুল করিম সোহেল (৩০) নামের এক যুবক। এ সময় স্থানীয় লোকজন ওই দুর্বৃত্তকে ধরে ফেলে। এতে অল্পের জন্য রক্ষা পান চেয়ারম্যান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নবীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। অাটক সোহেল নবীপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে একাধিক সূত্রে জানা গেছে। তিনি বিষ্ণপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
তবে কী কারণে সোহেল চেয়ারম্যানকে গুলি করতে গিয়েছিলেন এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
নবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী ও মাদকাসক্ত আব্দুল করিম সোহেল ইউপি কার্যালয়ের আমার কক্ষে এসে একটি পিস্তল নিয়ে আমার মাথা ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে পরিষদে থাকা ইউপি সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পিস্তলসহ তাকে আটক করে।’
চেয়ারম্যান আরও জানান, তার সঙ্গে ওই হামলাকারীর কোনো বিরোধ নেই। কী কারণে তাকে গুলি করতে চেয়েছিল তিনি তা বুঝতে পারছেন না।
এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক স্থানীয় প্রতিনিধিকে জানান, চেয়ারম্যানের ওপর হামলার সময় পিস্তলসহ এক যুবককে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এর্ব হামলাকারীকে আটক করা হয়েছ্ ।
Anamul Haque Feni liked this on Facebook.
Md Khokan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Sabbir Ahamed liked this on Facebook.
Toriquzzaman Khan liked this on Facebook.