জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জব্দ তালিকার সাক্ষী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইনসান উদ্দিন আহমেদকে আসামিপক্ষের জেরা শুরু হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা করছেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে এ জেরা শুরু হয়েছে। এ মামলারই জব্দ তালিকার অন্য সাক্ষী সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার শাহজাহান খানকেও জেরার দিন ধার্য রয়েছে। এছাড়া জিয়া অরফানেজ ট্র্রাস্ট দুর্নীতি মামলারও পরবর্তী সাক্ষ্যগ্রহণ করা হতে পারে এসব জেরা শেষ হলে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
আদালতের অনুমতি নিয়ে হাজির হননি খালেদা জিয়া। তার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবীরা হাজিরা দিয়েছেন। দুই মামলার জামিনে থাকা আসামি এবং তাদের আইনজীবীরা হাজির হয়েছেন। দুদকের পক্ষে আছেন সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Toriquzzaman Khan liked this on Facebook.