প্রায় তিন মাস ধরে আমেরিকায় রয়েছেন আশরাফুল। দেশে কখন আসবেন এটা এখনো নিশ্চিত নন। আমেরিকার মাটিতে ক্রিকেট যুদ্ধে অংশ নেয়ার জন্যই উড়ে গিয়ে ছিলেন তিনি।
বিয়ে করার বিষয়টি নিজের মুখে জানিয়েছেন বেশ কয়েকদিন আগে। অন্য দুই সুন্দরীকে নিয়ে আমেরিকার মাটিতেই সে দেশের মিডিয়ায় খবরের শিরোনাম হলেন আশরাফুল।
সেখানে একটা মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও আবির্ভাব ঘটে আশরাফুলের। এর পরে এক গায়িকা ও আরেক সাবেক ক্রিকেটার আতিয়ার রহমানের স্ত্রী সোমা এ রহমানকে বেশ উপভোগ্য সময় কাটান তিনি।
আমেরিকায় তাদের প্রিয় জায়গাগুলোতে ঘুরে বেড়ান তিনি। দেশটির টাইম টেলিভিশন ও পত্রিকার সাথে কথা বলেন মিডিয়ার শিরোনাম তিনি।
বিপিএল ইস্যুতে আশরাফুল বিতর্কিত নাম হলেও আমেরিকার মাটিতে বাংলাদেশের নামকে যেন প্রসারিত করে চলেছেন তিনি।
Yes
Feardaous Hasan Roney liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Raju Libya liked this on Facebook.
Abul Kashem liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Alamin Akand Nipu liked this on Facebook.
Shomon Ahmed liked this on Facebook.