খালেদা জিয়ার কঠোর নির্দেশনায় আতঙ্কে সুবিধাবাদি বিএনপি নেতারা

বিএনপিতে ত্যাগী ও রাজপথে পরীক্ষিতদের বাদ দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ দীর্ঘদিনের। এজন্য দলটি আন্দােলন ডেকেও সফলতার ফসল ঘরে তুলতে না পারার স্বাদ পেয়েছে অনেকবার। তবে এবার পকেট কমিটি না করে ত্যাগী ও রাজপথে পরীক্ষিতদের দিয়ে কমিটি করার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদার এরকম বক্তব্যের পর থেকে চরম আতঙ্কে আছেন সুবিধাভোগি নেতারা।
সম্প্রতি দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের উদ্দেশ্য করে বিএনপি প্রধান বলেছেন, এখন মোবাইলের যুগ, অনেকেই ঘরে বসে বলেন আমি এটা করেছি, ওটা করেছি। কিন্তু আমি সব খবর জানি।
তিনি বলেেছেন, আমরা দল গোছানোর কাজ শুরু করেছি। নেতাদের বলবো দয়া করে কেউ পকেট কমিটি করবেন না। যারা দলের প্রতি অনুগত, আন্দোলনে জীবনবাজি রেখে মাঠে থাকবে তাদের পদ দিবেন। যারা ফাঁকিবাজ তাদের পেছনে রাখা হবে।
খালেদা জিয়া বলেন, যাদের দলের ও নেতার প্রতি আনুগত্য আছে, কর্মসূচি দিলে জীবনবাজি রেখে লড়াই করবে, দলের নির্দেশ মানবে তাদের নেতৃত্বে আনতে হবে। আর যারা ফাঁকিবাজ ও মিথ্যাবাজ তাদের দল থেকে বের করে দিব না, তবে পেছনের দিকে রাখা হবে। তাহলে দলে গতি আসবে। দয়া করে কেউ পকেট কমিটি করবেন না। এতে দল ক্ষতিগ্রস্ত হয়।
দলের সুবিধাবাদি নেতাদের উদ্দেশ্যে খালেদা বলেন, কম বেশি অনেককে আমি চিনি। নাম ধরে বলতে পারি। এমন অনেককে চিনি যাদেরকে নেতারাও চিনেন না। তাই এখন যা বলবেন সেটাই বিশ্বাস করবো এমনটা নয়।
এদিকে কমিটি গঠন নিয়ে এই প্রথম প্রকাশ্যে খালেদা জিয়ার এরকম বক্তব্য শোনে আতঙ্ক বিরাজ করছে বিএনপির সুবিধাভোগি নেতাকর্মীদের মাঝে। কিন্তু তারা ভয়ে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। তবে রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলনে থেকেও যারা মূল্যায়িত হননি তারা এবার অাশায় বুক বেধেছেন।
কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত নেতারা খালেদা জিয়ার এরকম কঠোর নির্দেশনামূলক বক্তব্য শোনার পর নিজেরাও অবাক হয়েছেন। তারা জানিয়েছেন, নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি তৈরি করে আনলেই খালেদা জিয়া আর অনুমোদন দেবেন না। এক্ষেত্রে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। কমিটির তালিকা জমা দেয়ার পর বিএনপি চেয়ারপারসন নিজেও খোঁজ খবর নিয়ে যাচাই বাচাই করে অনুমোদন দেবেন।
খালেদা জিয়ার এরকম মনোভাবের কারণে কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারাও নড়েচড়ে বসেছেন। তবে বিএনপিতে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে বসে থাকা একটি চক্র শেষ পর্যন্ত পকেট কমিটির ধারণা থেকে বেরিয়ে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ণ করবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনে খালেদা জিয়া নিজেই তদারকি করছেন। এক্ষেত্রে কেউ আর পকেট কমিটি দেয়ার সুযোগ পাবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এআর

১৫ thoughts on “খালেদা জিয়ার কঠোর নির্দেশনায় আতঙ্কে সুবিধাবাদি বিএনপি নেতারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *