পবিত্র ইসলাম ধর্মের অন্যতম ফরজ ‘হজ’ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এসময় তিনি নিজেকে ইসলামের পূর্ণ অনুসারী বলে দাবি করেন। তিনি বলেন, আমি মুসলমান, বাঙালি ও আওয়ামীলীগার।
সংসদে দেয়া লিখিত বক্তব্যে তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এর আগেও তিনি স্কুল-কলেজ জীবনে চারবার বহিষ্কৃত হয়েছিলেন। দল থেকে এর আগেও বহিষ্কারের শিকার হয়েছেন দুই বার। তবে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য নয়, দলের ভেতরে অনিয়ম ও দুর্বল নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার কারণে।
তার দেয়া বক্তব্যে তিনি দেশবাসীর কাছে ক্ষমাও প্রার্থনা করেন।
এআর
Hasan Dewan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Md Dider liked this on Facebook.
Shomon Ahmed liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.
Ibrahim Khalil liked this on Facebook.