জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

ঢাকা: দুপুরের আগে বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকা তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি নামে। মিরপুরে বেলা ১২টার দিকে বৃষ্টি শুরু হয়।

মিরপুর আইডিয়াল কলেজ থেকে ফেরার জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন শিক্ষার্থী। কিন্তু বৃষ্টিতে অপেক্ষা করতে করতেই মিরপুর ২ নম্বর, ১০ নম্বর ও কালশী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শেষমেষ বাসের আশা বাদ দিয়ে তাদের ফিরতে হয় জমে যাওয়া পানি মাড়িয়ে।

গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালের পেছনে থাকেন বিশ্ববিদ্যালয় ভর্তীচ্ছু শিক্ষার্থী সোনিয়া। তিনি বলেন, সোনিয়া বলেন, আমি কোচিং শেষ করে বের হয়েই দেখি গোটা গ্রিন রোডের রাস্তা পানিতে ডুবে গেছে। আমাকে হাঁটু পানি মাড়িয়েই বাসায় ফিরতে হয়।

বিজয় সরণি ও কারওয়ান বাজার সিগনালে গাড়ির চাপ ছিল বেশি। রূপসী বাংলা হোটেলের সামনে পানি জমে যাওয়ায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। মিরপুর রোড, সাতরাস্তা সড়কেও দেখা দেয় তীব্র যানজটের। এ ছাড়া রামপুরা থেকে কাকরাইল মোড়, মৌচাক থেকে মগবাজার পর্যন্ত সড়কগুলোতে যানবাহন চলেছে অত্যন্ত ধীর গতিতে। এসব সড়কে ভ্যান, রিকশা গর্তে পড়ে দুর্ঘটনায় শিকার হচ্ছে।

এদিকে, রাজধানীর বাড্ডা, নিকুঞ্জ, বিমানবন্দর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও দক্ষিণখান, বনশ্রী, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমণ্ডি এলাকায় জলাবদ্ধতার কারণে যানবাহন আটকে যায়।

৬ thoughts on “জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *