দালালের মাধ্যমে সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাওয়া সময় নিখোঁজ রয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার গোলাম মাওলা টুনু নামের এক যুবক। তিনি সাগরে ডুবে মারা গেছেন দালালের মাধ্যমে জানতে পারলেও তাকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন তার পরিবার।
গত ১৮ আগস্ট (মঙ্গলবার) ভূ-মধ্য সাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ গোলাম মাওলা টুনু (২৭) নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের গোলাম ছারোয়ার মিয়ার ছেলে। ৫ ভাই ও ৪ বোনের মধ্যে তৃতীয় গোলাম মাওলা টুনু। ইউনুছ আলী হৃদয় (২) নামের তার একটি সন্তান রয়েছে।
সোমবার সকালে কথা হয় নিখোঁজ টুনুর বাবা গোলাম ছারোয়ার মিয়ার সাথে। তিনি জানান, পরিবারের সচ্ছলতা আনতে ২০১৩ সালের এপ্রিল মাসেস বাংলাদেশ থেকে লিবিয়া যান তার ছেলে টুনু। এরপর থেকে তিনি লিবিয়ায় রং মেস্ত্রীরির কাজ করতেন।
গত ১৪ আগস্ট শুক্রবার দুপুরে তার মোবাইলে কল দিয়ে টুনু বলে, বাবা দোয়া করবেন সবাইকে দোয়া করতে বলবেন আমি সাগর পথে ইঞ্জিন চালিত নৌকাযোগে ইতালি যাবে। তবে কবে যাবে তা নিশ্চিত করে বলেনি।
গত ১৯ আগস্ট বুধবার রাতে টুনুর সহকর্মীদের মাধ্যমে জানতে পরেন টুনুসহ ৩১২জন যাত্রী নিয়ে ভূ-মধ্য সাগরে তাদের নৌকাটি ডুবে গেছে। যার মধ্যে টুনুসহ ৫০জন যাত্রী সাগরে ডুবে মারা গেছে। তবে তার ছেলে টুনুর লাশের কোন সন্ধান তাদের দিতে পারেনি তার সহকর্মী ও দালালরা।
নিখোঁজ গোলাম মাওলা টুনুর স্ত্রী রাবেয়া আক্তার আখিঁ জানান, গত ১০ আগস্ট রাতে সর্বশেষ তার তার সাথে মোবাইলে টুনুর কথা হয়। কিন্তু ওই সময় সে ইতালি যাওয়ার কথা তাকে কিছু বলেনি। এখন তিনি শুনতে পাচ্ছে সাগর পথে ইতালি যাওয়ার পথে তার স্বামী নিখোঁজ রয়েছেন।
Muazzem H. Sayem liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Shomon Ahmed liked this on Facebook.