ঢাকায় যেভাবে বিক্রি হয় ইয়াবা (ভিডিও সহ)

ইয়াবা ব্যবসায়ীদের আস্থার গাঁথুনি খুবই শক্ত। তাই তাদের জগতে ঢোকাও কঠিন কাজ। নিজেদের মধ্যে ব্যবসায়িক লেনদেন পারিবারিক পর্যায়ে গড়ালেও নতুন কাউকে খুব সহজে গ্রহণ করতে চায় না চক্রটি। সেই কাজও করেছে এনটিভির অনুসন্ধানী দল। ব্যবসায়িক অংশীদার হওয়ার কথা বলে একজন ইয়াবা ব্যবসায়ী কতগুলো ধাপ রক্ষা করে, তা জানতেই এ প্রচেষ্টা।

একজন ইয়াবা ব্যবসায়ী কীভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করে, দীর্ঘ ছয় মাস তার প্রতি নজর ছিল এনটিভির অনুসন্ধানী দলের। তেমনই একজন ইয়াবা ব্যবসায়ী ফারহানা (ছদ্মনাম)। ঢাকা থেকে কক্সবাজার, তার পর আবারো ঢাকায় ফিরে কীভাবে ও কোন প্রক্রিয়ায় ওই নারী ব্যবসায়ী ক্রেতাদের হাতে এ নিষিদ্ধ ট্যাবলেট তুলে দেন, তার ওপরও নজর ছিল এনটিভি অনুসন্ধানী দলের। সে সঙ্গে কীভাবে একজন ব্যক্তির হাত ধরে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে ইয়াবার সিন্ডিকেট, তা-ও উঠে এসেছে এনটিভির এ বিশেষ অনুসন্ধানে।

ইয়াবা ব্যবসার একটি সিন্ডিকেটের গতিপ্রকৃতি নিয়ে সফিক শাহীনের তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব আজ—

৪ thoughts on “ঢাকায় যেভাবে বিক্রি হয় ইয়াবা (ভিডিও সহ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *