তাদের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ ১ সেপ্টেম্বর মাঝ রাতে। শেষ হচ্ছে মোহাম্মদ আসিফ, সালমান বাট ও মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞা। আবার ক্রিকেট খেলার যোগ্য হচ্ছেন এই তিনজন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানাচ্ছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তাদের আর কোনো বাধা নেই। কিন্তু পাকিস্তান দলের মধ্য থেকে জানা যাচ্ছে, জাতীয় দলের অন্তত চার থেকে পাঁচজন খেলোয়াড় এই তিন খেলোয়াড়ের সাথে খেলতে রাজি না। তারা চান না এরা আবার জাতীয় দলে ফিরুক। বাট, আমির, আসিফদের সাবেক টিমমেট তানভির আহমেদ জানিয়েছেন এই কথা।
তানভির বলেছেন, “কোনো পরিস্থিতিতেই এই তিন খেলোয়াড়কে ক্যারিয়ার শুরু করতে দেয়া উচিত না।” ফাস্ট বোলার তানভির আরো বলেছেন, “পাকিস্তান ক্রিকেটকে যারা কলঙ্কিত করেছে কিছুই হয়নি এমন ভাব নিয়ে ফিরে আসবে তা হতে পারে না। আমরা যদি এই খেলোয়াড়দের ব্যাপারে শক্ত না হই তাহলে অন্য কেউ ভাববে এমনটা করে পার পেয়ে যাবে। যাদের দেশের জন্য মায়া নেই এবং স্পট ফিক্সিংয়ে জড়িত তাদের ক্রিকেট মাঠের ধারে কাছে আসতে দেওয়া ঠিক না। দেশের জার্সি পড়া তো পরের কথা।”
৩৬ বছর বয়সী তানভির জানিয়েছেন পাকিস্তানের খেলোয়াড়রাই আসিফ, আমির, বাটদের দলে চায় না। তানভিরের ভাষায়, “চার পাঁচজন পাকিস্তানি খেলোয়াড় স্পষ্ট জানিয়েছে তারা এই তিনের সাথে খেলতে চায় না। জাতীয় দলে এমন ব্যাপার হলে ঘরোয়া ক্রিকেটে কেউ কি আছে দু হাত বাড়িয়ে বরণ করে নেবে এদের? আমাদের ভুলে গেলে চলবে না ঘরোয়া ক্রিকেটই জাতীয় দলের ভিত। এই তিনজনকে খেলার সুযোগ দেওয়ার আগে ঘরোয়া ক্রিকেটারদের মত অবশ্যই নেওয়া উচিত।”
এআর
MadZy Anik MoLlick liked this on Facebook.
Alamgir Raj liked this on Facebook.