বলিউডের বাদশাহ হিসেবে পরিচিত শাহরুখ বড় স্বপ্ন দেখতে যেমন পছন্দ করেন, তেমনি সেই স্বপ্ন পূরণে চেষ্টার কোনো ক্রটি রাখেন না। নিজের উচ্চাকাঙ্ক্খা নিয়ে বরাবরাই স্পষ্টভাষী শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইদানিং ফ্যানেদের সঙ্গে নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া, চাহিদা-স্বপ্ন ভাগ করে নেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিযায় তিনি জানান, ভবিষ্যতে তিনি এমন কিছু করতে চান যাতে নোবেল পুরস্কারটা তার ঝুলিতে ঢোকে। জি নিউজের খবরে বলা হয়েছে, ৪৯ বছরের এই মেগাস্টার সম্প্রতি টুইটারে নিজের বাকেট লিস্ট দিয়েছেন।
এই লিস্ট অনুযায়ী তিনি গিটার শিখতে চান, ঝটপট রান্না করা শিখতে চান, পাঁচটা ককটেল তৈরি করতে চান, গাছ লাগাতে চান, আত্মজীবনী লেখাও চটজলদি শেষ করতে চান। তার চাহিদার তালিকাতে রয়েছে নোবেল প্রাইজটাও। ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এই অভিনেতা। এবার তার চোখ পড়েছে নোবেল পুরস্কারে!
এআর
Liton Rob liked this on Facebook.