বার কাউন্সিল নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত রাখার দাবি

বার কাউন্সিল নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। তারা বলেছেন, নির্ভুল ভোটার তালিকা তৈরি করে আবারও বার কাউন্সিলের নির্বাচন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল এ দাবি জানান। গত ২৬শে আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের নির্বাচনের বেসরকারি ফলাফলে সরকার সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। সরকার সমর্থকরা ১০টি এবং বিএনপি সমর্থকরা চারটি পদে জয়ী হয়েছেন।

গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বার কাউন্সিল নির্বাচনে ভোটার তালিকা প্রণয়নে নজিরবিহীন অনিয়ম ও প্রতারণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ৫ হাজার ২১৮ জন।

এর মধ্যে ২১৪ জন অন্য আইনজীবী সমিতিতে ভোট দেয়ার সু?যোগ চান। সে হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী স?মিতির বৈধ ভোটার সংখ্যা ৫ হাজার ৪ জন হওয়ার কথা। কিন্তু ভোটার তালিকায় ৩ হাজার ৪০৭ জনকে ভোটার করা হয়। একই ভাবে ঢাকা আইনজীবী সমিতিতে তালিকাভুক্ত ১৯ হাজার ৮৪২ জন আইনজীবী থাকলেও ১২ হাজার ৪২৫ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এ ধরনের ঘটনা ঘটেছে।

এক প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমি মনে করি ভোটার তালিকা নির্ভুল থাকলে বার কাউন্সিলের ১৪টি আসনের সবকটিতেই আমরা জয়ী হতাম।’ সংবাদ সম্মেলনে আরও উ?পস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া প্রমুখ। পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে এসব অভিযোগ সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা। তিনি বলেন, তাদের এ অভিযোগ ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

এআর

৫ thoughts on “বার কাউন্সিল নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত রাখার দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *