রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অস্ত্রবাজ বা গুণ্ডা বলে অভিহিত করেছেন আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপবালিকান দলের প্রার্থীতা প্রত্যাশী মার্কো রোবিও। একইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম-জং উনকে পাগল বলে আখ্যায়িত করেছেন।
রোবিও তার ভাষায় বলেছেন, “একজন গুণ্ডার হাতে রাশিয়া শাসিত হচ্ছে। তিনি প্রকৃতপক্ষেই একজন সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য যিনি একটি সরকার ও বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করছেন।”
মার্কিন নির্বাচনী প্রচারণার সময় গতকাল পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তৃতায় রোবিও অপ্রত্যাশিতভাবে পুতিন ও কিম উনকে আক্রমণ করেন। তিনি পুতিন সম্পর্কে আরো বলেছেন, “এই ব্যক্তিটি এমন যে, তিনি জনগণকে হত্যা করেন কারণ তারা তার রাজনৈতিক শত্রু। আপনি যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ হন তাহলে আপনি পানীয়ের সঙ্গে প্লুটোনিয়াম খেয়ে শেষ হবেন নইলে রাস্তায় গুলি খেয়ে মারা যাবেন।”
ফ্লোরিডা থেকে নির্বাচিত তরুণ এ সিনেটর বলেন, “রাশিয়া হচ্ছে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদেরকে এমন একজন অস্ত্রবাজের সঙ্গে চলতে হচ্ছে যার হাতে রয়েছে প্রচুর পরমাণু বোমা।”
কিউবান-আমেরিকান এ রাজনীতিক তার বক্তৃতায় উত্তর কোরিয়াকেও হুমকি হিসেবে তুলে ধরেন এবং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তীব্র সমালোচনা করেন। রোবিও বলেন, “উত্তর কোরিয়ায় একজন পাগল আছেন যার হাতেও কয়েক ডজন পরমাণু বোমা ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকায় আঘাত হানতে সক্ষম।”
এআর
Rajib Khan liked this on Facebook.
GR Ripon liked this on Facebook.
[[179379108907488]]
সুখবর সুখবর সুখবর
যার ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে পারছেন না
তাদের জন্ন সুখবর ।
[[813775711974076]]
→ http://win300.ga
√√→ আজ আমি সর্বপ্রথম ফেইসবুক থেকে ৫০০/- টাকা ইনকাম করলাম। একদম সহজে 5-10 মিনিটে। সবাই বলে ফেইসবুক থেকে নাকি টাকা ইনকাম করা যায়, ^আজ আমি ইনকাম করতে পারলাম। কিছুক্ষণ আগে আমি Flexiload পেয়েছি। Flexiload বা Bkash এ টাকা নেওয়া যায়। আমার কথা বিশ্বাস না হয় নিজেই ৫০০/- টাকা পেয়ে দেখুন।
অনেকে বলে টাকা পাই নি ।কিন্তু
আমি পেয়েছি ।কারন আমি সবগুলো কাজ স্টিপ
বাই স্টিপ করেছি ।
তাই আপনিও করে দেখতে পারেন ।
ইনকামের এক ধাপ এগিয়ে ।
আপনিও ইনকাম করতে চাইলে নিচের লিংকে যান ।
এখানে→ http://win300.ga