কানাডা এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের মহামিলনমেলা হিসেবে ‘ফোবানা’র বাংলাদেশ সম্মেলনের ২৯তম আসর উপলক্ষে সরগরম গোটা কমিউনিটি। আসছে লেবার ডে উইকেন্ড তথা সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে ৩ দিনব্যাপী এ আসর বসবে নিউইয়র্ক সিটির কুইন্সে ইয়র্ক কলেজের পারফর্মিং আর্ট সেন্টার মিলনায়তনে। ‘হৃদয়ে আকাশ প্রকাশে বাঙালি’ শ্লোগানে উজ্জীবিত এবারের সম্মেলনে নতুন প্রজন্মে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতির প্রকৃত রূপ সবিস্তারে উপস্থাপন ছাড়াও মূলধারার সাথে কমিউনিটির সম্পর্ক সুদৃঢ়করণে বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ তথা ফোবানার এবারের সম্মেলনেও দেশ এবং প্রবাসের গুণিজনরাই প্রাধান্য পাচ্ছেন বলে হোস্ট সংগঠন উল্লেখ করেছে। সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিনিধি হিসেবে আসবেন হোয়াইট হাউজে এশিয়ান আমেরিকান বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ।
প্রবাসে সবচেয়ে পুরনো ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’ হচ্ছে এবারের হোস্ট সংগঠন এবং এর কর্মকর্তারা হলেন আহবায়ক-বেদারুল ইসলাম বাবলা, সদস্য-সচিব-জাকারিয়া চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ কো-কনভেনর-এন আমিন, কো-কনভেনর আব্দুল কাদের মিয়া।
কর্মকর্তারা জানান, গত ২৮ বছরের অভিজ্ঞতার আলোকে এবারের সবকিছু ঢেলে সাজানো হয়েছে। ‘মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ’ ছাড়াও অটিজম, ব্যবসা-বিনিয়োগ, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য, মূলধারার রাজনীতি বিষয়ক সেমিনারে অংশ নেবেন স্ব স্ব ক্ষেত্রে বিশেষজ্ঞরা। কাব্য জলসা, ফ্যাশন শো হচ্ছে এবারের সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ।
সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী জানান, উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েক শত বাঙালী পরিবার এ উপলক্ষে নিউইয়র্কে আসছেন বলে ইতিমধ্যে হোটেল বুকিংও দিয়েছেন। চারদিকে কেমন যেন আনন্দ এবং উৎসাহের আমেজ বিরাজ করছে এ সম্মেলন ঘিরে।
কালচারাল কমিটির প্রধান শারমিন রেজা ইভা জানান, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের রিহারসেল চলছে পুরোমাত্রায়। এস্টোরিয়াতে অবস্থিত এনটিভি ভবনের লাগোয়া বিপা মিলনায়তনে গান এবং নাচের রিহারসেল চলছে। সাংস্কৃতির অঙ্গনের সেরা শিল্পীরা জড়ো হয়েছেন। প্রতিটি রিহারসেল অনুষ্ঠানে দেখা যায় অংশগ্রহণকারীদের উপচে পড়া ভীড়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিমা আশরাফের পরিচালনায় উদ্বোধনী সংগীতে অংশ নেবেন শতাধিক শিল্পী। বিখ্যাত সংগীত পরিচালক নাদিম আহমেদ থাকছেন সংগীত আয়োজন এবং অডিও রেকর্ডিংয়ে। অপরদিকে ছোট বড় এবং ছোটদের নিয়ে বিশেষ নাচের অনুষ্ঠানের পরিচালনা, কোরিওগ্রাফি পোশাক পরিকল্পনায় রয়েছেন অ্যানি ফেরদৌস। ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘ফিরে চল মাটির টানে’।
সংগীত পরিচালক ও নির্দেশক নাদিম আহমেদের মিডি মিউজিক স্টুডিয়ো গেলো কয়দিন যাবত ব্যস্ত ছিল গান, আবৃত্তি ইত্যাদির বিশেষ এবং চুড়ান্ত মহড়া নিয়ে। বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে দেশী-বিদেশীদের অংশ গ্রহনে শুটিং করা হয়েছে ফোবানার অতিথিদের নিউইয়র্কে স্বাগত জানাতে বিশেষ ভিডিও চিত্র। শিল্পীদের তালিকায় সর্বশেষ যোগ হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুকাভিনেতা কাজি মশহুরুল হুদা এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় লোক সংগীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ। আগেই জানানো হয়েছে যে, এবারের সম্মেলনে খ্যাতনামা শিল্পীর মধ্যে রয়েছেন মিতালী মুখার্জি, ফেরদৌস ওয়াহিদ, হাবিব প্রমুখ। সম্মেলন কেন্দ্রে বাড়তি পাওনা হিসেবে থাকবে খাদ্য এবং পণ্যের স্টল।
সম্মেলনের মিডিয়া কমিটির চেয়ারপারসন সাংবাদিক আকবর হায়দার কিরন জানান, সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন বিশ্বের আনাচে কানাচে বাঙালীদের কাছে একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ইভেন্ট হচ্ছে ফোবানা। ফোবানার অতিথির তালিকায় প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছাড়াও রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন সম্পাদক এবং উত্তর আমেরিকার মেধাবি কয়েক ব্যক্তিত্ব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীগণের প্রধান সমন্বয়কারী আইজিপি আব্দুল হান্নানও থাকবেন বিষয়াভত্তিক সেমিনারে।
গাজী মোতালেব liked this on Facebook.
Helal Ahmed liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.