সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ শহর আল খোবার এলাকায় তেল কোম্পানি আরামকো’র আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুই শতাধিক। তবে অগ্নিকাণ্ডে কোন বাংলাদেশি হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে (বাংলাদেশ সময় ৯টা) খোবারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘সৌদি আরামকো’র আবাসিক কমপ্লেক্সের একটি ভবনে আগুন লাগে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিল ডিফেন্স বিভাগ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
রবিবার সন্ধ্যায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম জানান, আমরা প্রাথমিকভাবে খবর নিয়ে জানতে পেরেছি সেখানে কোনো বাংলাদেশি হতাহত হয়নি। তিনি আরো বলেন, ‘অগ্নিকাণ্ডে বাংলাদেশি হতাহত না হওয়ারই কথা। কারণ ওই আবাসিক ভবনের অধিকাংশই অফিসার পদমর্যাদার ইউরোপ-আমেরিকার নাগরিক।’
জানা গেছে, ভবনের বেসমেন্ট থেকে আগুনের সূচনা ঘটে। সিভিল ডিফেন্স ও সৌদি আরামকো’র নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। পূর্বাঞ্চলীয় প্রদেশের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র কর্নেল আলি আল-কাহতানি জানিয়েছেন, ভবনের ছাদ থেকে হেলিকপ্টারযোগে আক্রান্তদের সরিয়ে নেওয়া হয়।
গাজী মোতালেব liked this on Facebook.
Raju Libya liked this on Facebook.
Moin Khan liked this on Facebook.
Jashim Abul Khair Bhuiyah liked this on Facebook.
Md Kayuom liked this on Facebook.
Zainul Abid liked this on Facebook.
Mojammel Munshi liked this on Facebook.
প্রবাস সহায়তা সংস্থা liked this on Facebook.