খালেদা জিয়ার বিরুদ্ধে দুই চার্জশিট আমলের আদেশ ২ নভেম্বর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার দুই মামলায় পৃথক দু’টি চার্জশিট আমলে নেওয়ার আদেশ আগামী ২ নভেম্বর দেবেন আদালত।

খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলা দু’টিতে (৫৮ ও ৫৯) মোট তিনটি চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে গত ৫ মে ঢাকার সিএমএম আদালতে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় পৃথক দু’টি চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বশির আহমেদ। ১৯ মে বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের অপর এসআই জাহিদুল ইসলাম।

আজ সোমবার সকালে হত্যা ও বিস্ফোরক আইনের মামলার চার্জশিট দু’টি আমলে নেওয়ার জন্য ঢাকার সিএমএম আদালতে উত্থাপন করা হয়। এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত। দুুপুরে নথি পর্যালোচনা করে আগামী ২ নভেম্বর আদেশের দিন ধার্য করেন আদালত।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুল ইসলাম শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর ওরফে রবিন, নবীউল্লাহ নবী, কাইয়ূম কমিশনার, লতিফ কমিশনার এবং পেশাজীবী দলের নেতা সেলিম ভূঁইয়া।

গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারলে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামক এক বৃদ্ধ যাত্রী।

 

৯ thoughts on “খালেদা জিয়ার বিরুদ্ধে দুই চার্জশিট আমলের আদেশ ২ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *