বেশিরভাগ শেয়ারের দাম নিম্নমুখী

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতনের মধ্য দিয়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন চলছে।
আর বেশিরভাগ শেয়ারের দরপতনে দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির ও কমেছে ২০১টির। আর দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছিল ৪৯টি কোম্পানির শেয়ার।
উল্লেখিত সময় পর্যন্ত ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭০ পয়েন্ট,  ডিএসই-এস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছিল।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে প্রায় ১৬৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার বেশিরভাগ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে দিনের লেনদেন চলছে।
দুপুর ১টা পর্যন্ত সিএসইতে মোট ২১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির ও কমেছে ১৪৭টির। আর আগের দিনের দরে অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছিল ৩৪টি কোম্পানির শেয়ার।
বেশিরভাগ শেয়ারের দরপতনে ডিএসইর মতো সিএসইতেও সবগুলো সূচকেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
দুপুর ১টা পর্যন্ত সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট কমে ৮ হাজার ৮৯২ পয়েন্ট, সিএএসপিআই সূচক ৬৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬০২ পয়েন্ট ও সিএসআই সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্টে অবস্থান করছিল।
উল্লেখিত সময় পর্যন্ত সিএসইতে প্রায় ১২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।

২ thoughts on “বেশিরভাগ শেয়ারের দাম নিম্নমুখী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *