বচ্চনের টুইটারে হ্যাকারের হানা

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন টুইটারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন তার ভক্তদের সঙ্গে। বিশ্বখ্যাত এই মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমে নিজের আপডেট ও বিভিন্ন বিষয়ে মন্তব্য প্রকাশ করেন বিগ বি। টুইটারে দেড় কোটিও বেশি ব্যবহারকারী অনুসরণ (ফলো) করেন তাকে। বিষয়টি নিয়ে অমিতাভ নিজেও উদ্বেলিত ভীষণ। কিন্তু উচ্ছ্বাস শেষ পর্যন্ত ঠেকেছে গিয়ে উৎকণ্ঠায়- কারণ বিগ বির টুইটার অ্যাকাউন্টে হানা দিয়েছে হ্যাকাররা!
বচ্চনের টুইটারে হ্যাকারের হানা

হ্যাক হওয়ার খবর জানিয়ে অমিতাভ বচ্চনের টুইট

সোমবার সকালে ঘুম থেকে উঠে অমিতাভ বচ্চন আঁচ করতে পেরেছেন এ ঘটনা।

তিনি বলছেন, কে বা কারা তার টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করছেন। তার অ্যাকাউন্ট থেকে অনুসরণ করা হচ্ছে যৌনতাসংক্রান্ত বিভিন্ন সাইট।
বিষয়টি বুঝতে পেরে বিভ্রান্তির এড়ানোর পদক্ষেপ নিতে দেরি করেননি অমিতাভ বচ্চন। ভক্তদের টুইট করে বলেছেন, ‘আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সেক্স সাইটগুলোতে জুড়ে দেয়া হয়েছে অ্যাকাউন্ট। যে বা যারাই এ কাজ করে থাকুক- তাদের বলছি, অন্য কোথাও গিয়ে দেখাও এই কারসাজি, আমার ওসব দরকার নেই।’
এ বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়াবে কিনা তা এখনো জানা যায়নি। কিংবা নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা বাঁড়াতে বলিউডের শাহেনশাহ কোনো উদ্যোগ নিয়েছেন নাকি তাও জানানো হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

One thought on “বচ্চনের টুইটারে হ্যাকারের হানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *