আজ রবিবার জাসাস-ঢাকা মহানগর দক্ষিেণর উদ্দেগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভকেট খন্দকার মাহবুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএন পির কেন্দ্রীয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব, এ্যাডঃ আব্দুস সামাদ আজাদ, জাসাস সভাপতি এম এ মালেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সহ সভাপতি কে এস হোসেন টমাস, মহানগর উত্তরের আহবাযক ডঃ আরিফুর রহমান মোল্লা ঢাঃবিঃ জাসাসের আহবায়ক সালাউদ্দিন শাহিন, মহানগরের সহ সভাপতি মাহতাব উদ্দিন শিকদার, ডাঃ আফতাব উদ্দিন মোল্লা রাজু, আহমেদ বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর বেগম। দিন মোঃ দুলু, ইরানুল ইসলাম বিপ্লব, মজিবর রহমান দিপু, তারেক কবির, নাজমুল রনি, সুজন ঢালি সহ সাধারণ সম্পাদক ডাঃ নিপুন মোল্লা, মিন্টু আলম, রুহুল আমিন, কেরামত আলি রাজু, সোনিয়া আক্তার, মেহেরুন আশরাফ, রুনু বেগম, শিলা আক্তার, রুবিনা ইয়াসমিন প্রমুখ। সভা পরিচালনা করেন কাজি আনোয়ার হোসেন, সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিেণর সভাপিত জনাব জাহাঙ্গির শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বলেন, “বতর্মান সরকার কোনো গণতান্ত্রিক সরকার নয়, জালিম ফ্যাসিস্ট সরকার। দেশে আজ কোনো মানুষের নিরাপত্তা নেই প্রতিটি মানুষ গ্রেফতারের আতঙ্কে দিন কাটাচ্ছে, রাস্ট্র আজ পুলিশি রাস্ট্রে পরিনত হয়েছে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে লৌহ কপাট ভেঙ্গে বেরিযে আসতে হবে। নজরুলের গান কবিতা লেখনি গুলোই হতে পারে এ জাতির মুক্তির পথ। খন্দকার মাহবুব হোসেন আরো বলেন নজরুল জাতীয় কবি হওয়া সত্ত্বেও সরকার তার বিষয়ে উদাসিন তাই বিশৃঙ্খলা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে একটি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন। বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃতে ভোটের অধিকার আদায়ের আন্দোলনে জাসাসকে দ্বায়িত্ব নিতে হবে।”
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার বলেন, “কবি নজরুলের চেতনায় বলিয়ান হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে স্বনিভর্র রাস্ট্রে পরিনত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক নেতাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে কারন ওরা সাইবেরিযান পাখি শীত চলে গেলে ওরা চলে যাবে, আমরাই ছিলাম দল ও দেশের পাশে অতীতে, এখনো আছি এবং ভবিষ্যতেও নেতৃত্ব দিয়ে দল ও দেশকে সাথে নিয়ে চলবো ইনশাহআল্লাহ।”
জাবের/প্রবাসনিউজ২৪.কম
Moin Ahmed liked this on Facebook.
K.s. Hossain Tomas liked this on Facebook.
Arif Ahmed liked this on Facebook.
MD Sabbir Sun liked this on Facebook.
Raju Libya liked this on Facebook.
Ibrahim Khalil liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.