জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ড্রেসডেনে শরণার্থীদের স্বাগত জানিয়ে এক শান্তিপূর্ণ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি ড্রেসডেন অঞ্চলে ডানপন্থী কয়েকটি পক্ষ শরণার্থীবিরোধী সহিংস বিক্ষোভ করেছে। গত সপ্তাহে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল হাইদোনাউ শহরে একটি শরণার্থী শিবিরে গেলে তাঁকে দুয়ো শুনতে হয়।
আজ রোববার বিবিসি জানিয়েছে, চলতি বছর অভিবাসনপ্রত্যাশীদের আট লক্ষাধিক আবেদন পেতে যাচ্ছে জার্মানি, যা ইউরোপের যেকোনো দেশের তুলনায় বেশি।
পুলিশ জানিয়েছে, ড্রেসডেনের গণসমাবেশে এক হাজার লোক অংশ নেয়। এ কর্মসূচির ডাক দেয় অ্যান্টি-নাৎসি অ্যালায়েন্স। আয়োজকরা বলছেন, সমাবেশে অংশ নেওয়া মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজার। বিক্ষোভকারীরা ব্যানার নিয়ে সমাবেশস্থলে অবস্থান নেয়।
জার্মানিতে এ বছর অভিবাসন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।
বিক্ষোভকারীরা স্লোগান দেয় : ‘জোরে বল, স্পষ্ট করে বল, শরণার্থীরা এখানে স্বাগত।’
অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, অভিবাসনবিরোধী সহিংসতায় শূন্য সহনশীল অবস্থান সরকারের।
সম্প্রতি সরকারি টেলিভিশন জেডডিএফের এক জনমত জরিপে দেখা গেছে, সাধারণ মানুষ মেরকেলের পক্ষেই। জার্মানির ৬০ শতাংশ মানুষ মনে করে, অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দেওয়ার সামর্থ্য রয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির।
Raju Libya liked this on Facebook.
Hasan Dewan liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.
প্রবাস জীবন liked this on Facebook.