মিশরের আদালতে পুনঃবিচারে আল-জাজিরার ৩ সাংবাদিকের জেল

মিশরের রাজধানী কায়রোর একটি আদালত পুনঃবিচারের পর আল-জাজিরার ৩ সাংবাদিক মিশরের বাহের মোহাম্মদ, কানাডার মোহাম্মদ ফাহমি ও অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রেস্টেকে ৩ বছর মেয়াদে কারাদ- দিয়েছে। এর মধ্যে পিটার গ্রেস্টের অনুপস্থিতিতে তার রায় ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ায় থাকা সাংবাদিক পিটার গ্রেস্টে, আল-জাজিরাসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটসসহ বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতি দিয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। অসত্য সংবাদ পরিবেশনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ দ- দেয়া হয়। ওই সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করার অভিযোগ প্রমাণিত হয়। বাহের মোহাম্মদ ও মোহাম্মদ ফাহমিকে জেলে প্রেরণের প্রক্রিয়া চলছে। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর কয়রোর তোরা কারাগারে নিয়ে যাওয়া হয় তাদের। গতকাল দেয়া এ রায়ের ব্যাপারে অস্ট্রেলিয়ায় থাকা পিটার গ্রেস্টে বলেছেন, সুস্পষ্টই রাজনৈতিকভাবে প্রভাবিত রায় এটি। এদিকে আল-জাজিরা ও দোষী সাব্যস্ত ওই ৩ সাংবাদিক বিচার চলাকালীন বরাবরই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। গত ফেব্রুয়ারিতে নতুন এক আইনের আওতায় পিটার গ্রেস্টেকে তার দেশে পাঠানো হয়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের কারণে বিদেশী বন্দিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আইনটি প্রণীত হয়েছিল। ৪০০ দিন জেল খাটার পর গ্রেস্টেকে তার দেশে ফেরত পাঠানো হয়। ৪১০ দিন জেল খাটার পর বাহের ও ফাহমির অগ্রীম জামিন আবেদন মঞ্জুর করে আদালত। কিন্তু, পুনঃবিচারে তাদের প্রত্যেককে ৩ বছর মেয়াদে কারাদ- প্রদান করার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষুব্ধ। ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটসসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতি প্রদান করা হয়েছে।

এ আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *