আদালত অবমাননার মামলায় ড. জাফরুল্লাহর বিরুদ্ধে আদেশ মঙ্গলবার

আদালত অবমাননার মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যর বেঞ্চ নতুন এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালে জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন আওয়ামীপন্থী আইনজীবী এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।

রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। আবেদনের পক্ষে ছিলেন খান মো. শামীম আজিজ ও মোরশেদ আহমেদ খান। এর আগে ৯ আগস্ট বিচারকদের নিয়ে করা মন্তব্যের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান জাফরুল্লাহ চৌধুরী। ১২ জুলাই বিচারকদের নিয়ে কটূক্তি করায় জাফরুল্লাহ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ জারি করে ট্রাইব্যুনাল।

এআর

One thought on “আদালত অবমাননার মামলায় ড. জাফরুল্লাহর বিরুদ্ধে আদেশ মঙ্গলবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *