ঢাকা: ৩৪তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে
শনিবার রাতে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়না ইসলাম সিমা।
তিনি জানান, ২৯৩ জনকে প্রশাসন ক্যাডারে, পুলিশে ১৪৮ জনসহ ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া ২০ জনের ফল স্থগিত রয়েছে।
ফল পাওয়া যাচ্ছে: www.bpsc.gov.bd-তে।
এদিকে গত মে মাসে শেষ হয় ৩৪তম বিসিএস’র জেনারেল ও টেকনিক্যাল ক্যাডার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা। মোট ৩০৫৪ জন এই সময় মৌখিক পরীক্ষা দেয়।
২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
Humayon Ahammed liked this on Facebook.
Tapu Khan liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.