লিবিয়ার সমুদ্র উপকূলে অভিবাসীদের নৌকাডুবিতে অন্তত ২৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবারের নৌকাডুবিতে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। বাকী ১৮ জনের কোন খোঁজ মিলছেনা। আশঙ্কা করা হচ্ছে তাদের সবারই মৃত্যু হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার মোজাম্মেল হক জানান, এ পর্যন্ত ৬ জনের মৃত্যু নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, তাদের সবাই নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় দু’শরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা জানান, লিবিয়া থেকে অন্তত ৭৮ জন বাংলাদেশী দুটো নৌকাতে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার চেষ্টা করছিলো।
এই ঘটনায় বেঁচে যাওয়ায় বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ করে তারা এসব তথ্যের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান। এদের মধ্যে ছিলো চারটি পরিবারের ২২ জন সদস্য। তাদের মধ্যে ছ’জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
Rezina Akhter liked this on Facebook.
Gaffar Ali liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.