ভাইয়ের অপরাধে দু’বোনকে ধর্ষণ ও নগ্ন হয়ে রাস্তায় হাঁটার রায়।

ঢাকা: সংবিধান কিংবা আইন সবকিছুকেই উপেক্ষা করে ভারতে নিত্যদিনই চলছে নানা ধরনের অপরাধ। বিশাল এ দেশে প্রতিদিনই কোনো না কোনো এক প্রান্তে চলে মধ্যযুগীয় বর্বরতা।

বোনকে ধর্ষণের নির্দেশ দিল সালিশি বৈঠক। শুধু তাই নয়, ধর্ষণের পর দু’বোনকে নগ্ন হয়ে রাস্তায় হাঁটার নির্দেশও দেয়া হয়। আর এতে অবাক হন উত্তরপ্রদেশের বাঘপাট গ্রামের সেই দু’বোন। শাস্তি থেকে নিজেদের বাঁচাতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তারা।

জানা যায়, তাদের বড় ভাই এক উচ্চবর্ণের বিবাহিত নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সেজন্য গ্রামে ডাকা হয় এক শালিশি সভা। যেখানে রায় আসে ভাইয়ের অপরাধে তার দুবোনকে ধর্ষণ করা হবে!

মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই দুই তরুণীর পাশে এসে দাঁড়ায়। তাদের হয়েই সুপ্রিমকোর্টে আবেদন জানায় সংস্থাটি।

ইতিমধ্যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দু’বোনের সমর্থনের জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছে। এখন পর্যন্ত ২৬ হাজার স্বাক্ষরও সংগ্রহ করেছে এ সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *