আজান অসম্পূর্ণ রেখেই মুয়াজ্জিনের চিরবিদায়

খুলনা: ২৮ আগস্ট শুক্রবার। জুমার দিন হওয়ায় সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন মুয়াজ্জিন মাওলানা মো. শাহনুর আলম (৩০)। মসজিদ ঝাড়ু দেয়ার পাশাপাশি পরিষ্কার করেছেন আশপাশ। সাজিয়েছেন মসজিদের আনুসঙ্গিক জিনিসপত্র। তারপর নিজেও প্রস্তুতি নিয়েছেন জুমার নামাজের। ঘড়ির কাটায় সময় যখন সাড়ে ১২টা ঠিক তখন শুরু করেন আজান। মসজিদসহ ওই এলাকায় তখন বিদ্যুৎ না থাকায় আইপিএস সংযোগ দিয়েই দিচ্ছিলেন আজান। কিন্তু আজান শেষ হওয়ার আগেই বিদ্যুৎ ফিরে এলে মাইকের মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে যায়। সঙ্গেসঙ্গে তিনি স্পৃষ্প হয়ে আজান সম্পূর্ণ হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

খুলনা নগরীর ধর্মসভা মসজিদে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক মুসল্লি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।

মুয়াজ্জিন মাওলানা মো. শাহনুর আলম খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি গ্রামের মোল্লা ওলিউল্লাহ’র একমাত্র ছেলে। জুমার নামাজের পর যানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি নেয়া হয়।

এদিকে, মুয়াজ্জিনের অকাল মৃত্যুতে জুমার নামাজে আসা মুসল্লিদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মুয়াজ্জিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকাহত হয়ে পড়েন স্থানায়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *