রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধাবর এ ঘটনার পর শুক্রবার বিকেলে নির্যাতনের শিকার ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
গৃহবধূর স্বামী একজন সিএনজি চালক। তারা ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি।
পরিবারের অভিযোগ, গত ২৬ আগস্ট রাতে স্থানীয় মেহেদী, খোকন, লিটন ও মানিক নামের কয়েকজন যুবক ওই গৃহবধূকে জোরপূর্বক সেখানকার নির্মাণাধীন একটি ভবনে নিয়ে গণধর্ষণ করে।
পরদিন বৃহস্পতিবার স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। এর পর মেডিক্যাল পরীক্ষার জন্য শুক্রবার তাকে ঢামেক হাসপাতালে পাঠায় পুলিশ। সবুজবাগ থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।