গ্যাস-বিদ্যুতের দাম কমানোর আহ্বান জানালেন হাফিজ উদ্দিন

গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশে কোনো জবাবদিহিতার সংস্কৃতি নেই বলেই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
শুক্রবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের কারামুক্ত নেতাদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই সরকারের আমলে কেউই নিরাপদ নয়। একটা ছোট্ট কারাগার থেকে বের হলেও কারামুক্ত নেতা-কর্মীরা একটা বৃহৎ কারাগারে এখনও বন্দী আছে। একটি টেলিভিশনের মালিক বর্তমানে কারাগারে বন্দী আছেন। ইসলামী টেলিভিশিন ও দিগন্ত টেলিভিশনসহ অনেক টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে। আমার দেশ পত্রিকা বন্ধের পাশাপাশি সম্পাদক মাহমুদুর রহমান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ অনেক সাংবাদিক কারাগারে বন্দী রয়েছেন। অতএব এই সরকারের আমলে কেউই নিরাপদ নয়। সারা বিশ্বে যখন তেলের দাম স্থিতিশীল সেই মূহুর্তে বর্তমান সরকার গ্যাস, বিদ্যূৎ এর মূল্য বৃদ্ধি করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা জ্বালানী তেলসহ গ্যাস, বিদ্যূতের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি এবং দাম কমানের দাবি জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক নেতৃবৃন্দসহ কারাবন্দী বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দেয়ারও জোর দাবি জানাচ্ছি।
অদ্য ২৮ আগষ্ট শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-ঢাকা মহানগর দক্ষিণের সদ্য কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হয়। কারামুক্ত নেতাকর্মীরা হলেন-জাসাস-ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও জাসাস-কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এস হোসেন টমাস, জাসাস-ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুইয়া, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, কোষাধ্যক্ষ মাহির আহমেদ রানা, সহ-চারুকলা বিষয়ক সম্পাদক ও মাতুয়াইল ইউনিয়নের জাসাস সভাপতি মো: মাসুদ রানা প্রমুখ। উপরে উল্লেখিত নেতাকর্মীদেরকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ ও দোঁয়া করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং জাসাস-ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও জাসাস-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার প্রমুখ।
মাজার জিয়ারত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সহ-সভাপতি সাইদুল ইসলাম মিলন, ইমতিয়াজ আহমেদ হিরু, মাহতাব শিকদার, আজাদ, এম আর জে মুন্না, আনোয়ার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মজিবর রহমান, দ্বীন মোহাম্মদ দুলু, তারেক কবির, শাহ আলম মোল্লা, নাহিদ হাসান, ওবায়দুল হক চঞ্চল, সালাউদ্দিন ইমন, সহ-সাধারণ সম্পাদক কাউসার মিয়া প্রমূখ।
প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *