সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে এমআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বাসটি টুকেরবাজার এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বুরনী এলাকায় ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতদের গুলিতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বাসটি কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে যাত্রা শুরু করে। বাসটি কাটাখাল নামক স্থানে পৌঁছামাত্র নৌকায় করে একদল সশস্ত্র লোক আক্রমণ চালায়। ডাকাতদলের এলোপাতাড়ি গুলিতে ৩০ যাত্রী আহত হন।
এসময় ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। তবে পুলিশ আসার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।