কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিক উপলক্ষে জাসাস-ঢাকা মহানগর দক্ষিণ ও জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রিয় কমিটির আয়োজন

আজ বৃহম্পিতবার ২৭/০৮/১৫ তারিখ জাতিয কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাসাস-ঢাকা মহানগর দক্ষিণ ও জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রিয় কমিটি ফাতিহা পাঠ ও ফুলেল শদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাবু গযেশ্বর চন্দ্র রায় সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি ডঃ আসাদুজ্জামান রিপন আন্ত:জাতিক বিষযক সম্পাদক বিএনপি শামিমুর রহমান শামিম সহ দফতর সম্পাদক বিএনপি এম এ মালেক সভাপতি জাসাস মনির খান সাধারণ সম্পাদক জাসাস’ রফিক শিকদার সদস্য বিএনপি জাহাঙ্গির শিকদার সভাপতি জাসাস-ঢাকা মহানগর দক্ষিণ ও আহবাযক-জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রিয় কমিটি খালেদ এনাম মুন্না সাধারণ সম্পাদক জাসাস-ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দিয নেতা জিয়া শিশু কিশোর মেলা ডা:আরিফুর রহমান মোল্লা আহবাযক জাসাস-ঢাকা মহানগর উত্তর ও কেন্দিয নেতা জিয়া শিশু কিশোর মেলা কাজি আনোযার হোসেন সাংগঠানিক সমম্পাদক জাসাস -ঢাকা মহা নগর দক্ষিণ তারেক কবির সালাউদ্দিন ইমন মিজানুর রহমান সহ আরো অন্যান্য নেতা-নেত্রীগণ উপিস্হত ছিলেন।

 

 

জাবের/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *