লিবিয়া উপকূলে নৌকা থেকে ৫০ মৃতদেহ উদ্ধার

ঢাকা: লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকার খোল থেকে ৫০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছে ইতালিয় কোস্টগার্ড। এছাড়াও, নৌকাটি থেকে প্রায় ৪৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইতালিয় কোস্টগার্ডের একজন মুখপাত্র।

অভিবাসন প্রত্যাশীদের নৌকাটিকে সাহায্য করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের ফ্রনটেক্স বর্ডার কন্ট্রোল এজেন্সির সঙ্গে দায়িত্ব পালনরত সুইডিশ জাহাজ পোসেইদন এ সব লাশের খোঁজ পায়। ওই মুখপাত্র আরো বলেন, লিবিয়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে বুধবার মোট ১০টি নৌকা থেকে সাহায্যের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটির উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি লিবিয়া উপকূলে কয়েক হাজার অভিবাসী মারা গেছে এবং আরো কয়েক হাজার অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে, আগস্টের শুরুতে নৌকার খোল হতে ৪৯জনের মৃতদেহ উদ্ধার করেছিল ইতালিয় নৌসেনা। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, চলতি বছরে নৌকায় করে ইউরোপ পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত অন্তত দু হাজার অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *