নোয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে আটক ১

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বুধবার বিকেলে এক ফার্নিসার ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে কামাল হোসেন(৪৩) নামে প্রতারকচক্রের এক সদস্যকে প্রাইভেটকারসহ আটক করে পুলিশ। নিজের পরিচয় সম্পর্কে ওই ব্যক্তি পুলিশের কাছে বিভ্রান্তিকর নানা রকম তথ্য দেয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জেলা শহরের পৌর কল্যান উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত ফার্নিসার মেলার মালিক ইব্রাহিম খলিল মজনুকে দেড় বছর আগে একটি প্রতারক চক্র ফার্নিসার কেনার কথা বলে ঢাকায় নিয়ে যায়। এরপর তাকে উত্তরার একটি বাসায় দুই দিন আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপন আদায় করে ছেড়ে দেয়া হয়। পরে বিভিন্ন মুঠোফোনে আরো ৯ লাখ টাকা দাবি করে ওই চক্রের সদস্যরা।

গত কয়েকদিন থেকে কামাল হোসেন নিজের মুঠোফোনে ফার্নিসার কেনার কথা বলে ব্যবসায়ী মজনুকে ঢাকায় যেতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় বুধবার বিকেলে প্রাইভেটকারযোগে কামাল নিজেই মাইজদীতে মজনুর ব্যবসা প্রািতষ্ঠানে আসেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে পুলিশে খবর দেন মজনু। এরপর পুলিশ এসে কামালকে আটক করে থায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে কামাল নিজেকে কখনো নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ ইউনিয়নের মৃত আবদুর রহমানের ছেলে, কখনো লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া এবং কখনো রামগতি উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন। তবে, কামালের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা দেয়া হয়েছে ঢাকার আজমপুর।

ওসি আনোয়ার হোসেন জানান, রাতে ব্যবসায়ী ইব্রাহিম খলিল মজনু বাদী হয়ে তাকে আটকের পর মুক্তিপন আদায় ও প্রতারণার অভিযোগে কামাল হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। আটক কামাল হোসেন বড় ধরণের কোন প্রতারক চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার বিরুদ্ধে কোন থানায় মামলা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *