অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে এবার বাস, ট্রেন ও লঞ্চের টিকিটে সচেতনতামূলক প্রচার চালানো হবে। এছাড়া যানবাহনের কাউন্টারে, টার্মিনালে এমনকি যানবাহনের ভেতরে যাত্রীদের ঝুঁকি ও সতর্কতামূলক বার্তা স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থাও থাকছে। যানবাহনে কোন ভ্রাম্যমাণ বিক্রেতাকেও উঠতে দেওয়া হবে না। অজ্ঞান পার্টির সদস্যদের প্রতিরোধে আসন্ন ঈদুল আযহার আগেই এসব সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
বুধবার পুলিশ সদর দফতরে পুলিশ কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়।
পুলিশ সদর দফতরের কর্মকর্তা ছাড়াও ওই সভায় ঢাকা মহানগর ও ঢাকার আশপাশের জেলাগুলোর পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে দেশব্যাপী কার্যকর অভিযান চালানোর জন্য পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেন।
আইজিপি বলেন, অজ্ঞান পার্টির সম্ভাব্য রূপ, তাদের অপরাধ প্রক্রিয়া সম্পর্কে জনগণকে সজাগ করতে হবে। এ জন্য প্রত্যেক বাস এবং বাস টার্মিনালে, লঞ্চঘাট এবং লঞ্চে, রেলস্টেশনে এবং রেলগাড়িতে লিফলেট বিতরণ, মাইকিং, অডিও-ভিজুয়াল প্রচারণা চালাতে হবে।
সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে সচেতনতামূলক লিফলেট সেঁটে দেওয়া হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, চলতি বছরে রাজধানীতে ডিবি এককভাবে অজ্ঞান পার্টির ১০৯ সদস্যকে গ্রেফতার করেছে। এরমধ্যে ৭৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।