ভারতের উড়িষ্যায় মাওবাদীদের অতর্কিত হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) তিন সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয় বিএসএফ সদস্য।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার সকালে বিএসএফের একটি টহল দলের ওপর মাওবাদী সদস্যরা অতর্কিতে এ হামলা চালায়। নির্মাণাধীন একটি সেতুর নিরাপত্তা দেওয়ার সময় টহল দলটি এ হামলার মুখে পড়ে।
বিএসএফ মহাপরিচালক (ডিজি) ডিকে পাঠক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।