নাশকতার একাধিক মামলার পলাতক আসামি মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসানুজ্জামান হাসুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে শহরের পুলিশ লাইন এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসু শহরতলীর কুকনা এলাকার বজলুর রশীদের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে শহরের পুলিশ লাইন পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগে সদর থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
হাসুকে আজ আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।