মাগুরায় সাড়ে তিন কোটি টাকার ৮০টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে তিন বাসযাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের দেয়া তথ্য অনুসারে, আটক তিন পাচারকারী হলো- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাশাইল গ্রামের সুবোধ শীল (৩২), মানিকগঞ্জ সদরের ঘোনা গ্রামের সুখ শীলের পুত্র নিরঞ্জন শীল (৩৪) এবং ঢাকার সাভার উপজেলার বনগাঁও গ্রামের চিত্তরঞ্জন শীলের পুত্র সুমন শীল (৩০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে সদর থানা পুলিশ শহরের পিটিআই স্কুলের সামনে সাতক্ষীরাগামী ‘সংগ্রাম পরিবহনের’ একটি বাসে অভিযান চালায়। এ সময় সুবোধ, নিরঞ্জন এবং সুমন নামের তিন যাত্রীর দেহ তল্লাশি করে তাদের বেল্টের নিচে বিশেষ কায়দায় লুকানো এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি ১০০ গ্রাম ওজনের ৮০টি বারের ওজন আট কেজি।
তিনি আরও জানান, প্রতিটি বারের গায়ে দুবাই কথাটি খোদাই করা ছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা। এর আগেও একাধিকবার ঢাকা থেকে সাতক্ষীরায় এভাবে স্বর্ণের চালান নিয়ে যাওয়ার কথা তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পুলিশকে তারা জানিয়েছে, রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে দোহার নবাবগঞ্জ এলাকার মরু নামের এক ব্যক্তি স্বর্ণের বারগুলো সাতক্ষীরার দাদু নামের একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ১৫ হাজার টাকায় চুক্তি করেছিল।